পাক অধিকৃত কাশ্মীর (POK) খুব শীঘ্রই ভারতের সাথে যুক্ত হবে— এমনই বড় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh On POK)। মরক্কো সফরে গিয়ে তিনি জানান, এ জন্য আলাদা করে কোনও সামরিক অভিযানের প্রয়োজন হবে না, কারণ সেখানকার মানুষ নিজেরাই ভারতের সাথে যুক্ত হতে চাইছেন।
মরক্কো সফরে প্রতিরক্ষামন্ত্রীর বার্তা
দু’দিনের সফরে রবিবার মরক্কো পৌঁছে প্রথমেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন রাজনাথ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পাক অধিকৃত কাশ্মীর খুব শিগগিরই ভারতের অংশ হয়ে যাবে। কারণ, সেখানকার মানুষ পাকিস্তানের অধীনে থাকতে চান না।”
তিনি আরও মনে করিয়ে দেন, “পাঁচ বছর আগে ভারতীয় সেনার এক অনুষ্ঠানে আমি বলেছিলাম— POK ভারতের অন্তর্ভুক্ত হবে, আলাদা করে যুদ্ধ লাগবে না। আজ সেই সময় আরও ঘনিয়ে এসেছে।”
ভারতের দাবি ও অবস্থান
ভারত সবসময়ই পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এসেছে। গত এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার পর সেই দাবিই আরও জোরালো হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও জানিয়েছিলেন, “পাক অধিকৃত কাশ্মীর ভারতের বাইরের কোনও অঞ্চল নয়, ওটা আমাদেরই।” সংসদীয় রেজোলিউশনে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে POK ভারতের অংশ।
আমেরিকা প্রসঙ্গে মন্তব্য
মরক্কো সফরে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আমেরিকার দিকেও পরোক্ষ বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নে, মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেও কেন দিল্লি দ্রুত প্রতিক্রিয়া জানাল না, সেই জবাবে রাজনাথ বলেন, “যাদের বড় মন আছে, তারা সব প্রশ্নের উত্তর দেয় না।” বিশ্লেষকদের মতে, তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।