দ্রৌপদী মুর্মু—এক ইতিহাসের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

Spread the love

নিজস্ব সংবাদদাতা -এই দিনেই জন্মেছিলেন সেই নারী, যিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হয়ে ইতিহাস রচনা করেছেন। দ্রৌপদী মুর্মু। তাঁর জন্মদিনে শুক্রবার শুভেচ্ছার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা লিখেছেন, “দেশের সর্বোচ্চ পদে বসেও তিনি ধৈর্য, সাহস ও শালীনতার যে নজির তৈরি করেছেন, তা অনুকরণীয়। তাঁর জীবন হোক সুস্থতা, শান্তি ও সাফল্যে পূর্ণ।”

অভিষেকের বার্তাও ততটাই আন্তরিক, “জন্মদিনে জানাই শুভেচ্ছা। তিনি দীর্ঘজীবী হোন, তাঁর সব কাজ সফল হোক।”

কিন্তু দ্রৌপদীর যাত্রাপথটা সহজ ছিল না। ছোট্ট সাঁওতাল গ্রামের এক সাধারণ ঘরে জন্ম, সরকারি দফতরের কর্মী হিসেবে শুরু, এরপর শিক্ষকতা—তারপর রাজনীতির পথে পা রাখা। একসময় ওড়িশার রায়রংপুর থেকে দু’বার বিধায়ক নির্বাচিত হন, মন্ত্রী হন নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায়।

২০০৭ সালে পান ‘সেরা বিধায়ক’ পুরস্কার। এরপর ইতিহাস রচনা করেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে। পাঁচ বছর পূর্ণ করে রাজ্যপালের দায়িত্ব পালন করেন নিরবিচারে।

২০২২ সালে, অনেক বাধা পেরিয়ে তিনিই হলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি, এবং প্রথম আদিবাসী নারী যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন। তাঁর এই যাত্রাপথ শুধু নারীদেরই নয়, গোটা জাতির কাছে এক অদ্বিতীয় প্রেরণা।

আজ তাঁর জন্মদিনে তাই শুধু শুভেচ্ছাই নয়, কুর্নিশও জানানো উচিত সেই অদম্য মনোবল, নিষ্ঠা ও দেশপ্রেমকে, যা তাঁকে এনে দিয়েছে ইতিহাসের শিখরে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds