নিজস্ব সংবাদদাতা- ভগবানের দর্শন পেতে গিয়েই যেন অগ্নিপরীক্ষা! উত্তরপ্রদেশের বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুঃস্বপ্নের মুখে পড়লেন এক দম্পতি। হাতে গয়না ভর্তি ব্যাগ—তাতে ছিল স্মৃতি, বিশ্বাস আর মূল্যবান সঞ্চয়—হঠাৎ ছোঁ মেরে নিয়ে চম্পট দিল বাঁদরের দল!
আলিগড়ের বাসিন্দা অভিষেক আগারওয়াল ও তাঁর স্ত্রী অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলেন বৃন্দাবনে। জানতেন, মন্দির চত্বরে বাঁদরের উৎপাত নতুন কিছু নয়। তাই স্ত্রী নিজের সমস্ত গয়না খুলে ব্যাগে রেখে সতর্কতা অবলম্বন করেন। কিন্তু কে জানত, সতর্কতার পরেও বাঁদরের ফুর্তির কাছে হার মানতে হবে!
মন্দিরে ঢোকার মুখেই আচমকা একদল বাঁদর এসে ছিনিয়ে নেয় সেই ব্যাগ। আশপাশের ভক্ত ও দোকানদাররা ছুটে গেলেও, মুহূর্তেই চোখের আড়াল হয়ে যায় তা। স্তব্ধ অভিষেক আর কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। ২০ লক্ষ টাকার গয়না—মুহূর্তেই সব যেন শেষ!
তবু শেষরক্ষা হল। খবর পেয়ে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু করে। মন্দিরের অদূরে এক ঝোপের মধ্যে থেকে ব্যাগটি উদ্ধার হয়। ভেতরের গয়না একটিও নষ্ট হয়নি বা হারায়নি। ফিরে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন অভিষেক-দম্পতি।
এই ঘটনায় যেমন আতঙ্ক, তেমনই আছে রোমাঞ্চ। বাঁদরের দলের কীর্তি যেন বৃন্দাবনের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন