নিজস্ব সংবাদদাতা – পুরীর রথযাত্রার পবিত্র মুহূর্তে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে গিয়ে ভক্তদের ভিড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। দক্ষিণ পুরীর রাজপ্রাসাদ সংলগ্ন এলাকায় জগন্নাথের ‘পাহাড়ি’ অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার ভক্ত আচমকাই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এর ফলে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান এবং বেশ কয়েকজন গুরুতর আঘাত পান। এখন পর্যন্ত ১০ জনকে পুরী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিশাল জনসমাগম সামলাতে প্রশাসনের প্রস্তুতিতে বড়সড় ঘাটতি ছিল। অনেকেই দমবন্ধ হয়ে পড়েন, আবার অনেকে আহত হন মাটিতে পড়ে গিয়ে। ঘটনার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরীর সিডিএমও জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে কীভাবে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল এবং কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি ছিল।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন