পুরুলিয়া ভাসছে, কিন্তু সাংসদ কই? ত্রাণ শিবিরে কান্না

Spread the love

নিজস্ব সংবাদদাতা – পুরুলিয়ার মানুষ ভেসে যাচ্ছে জলে—অর্থাৎ শহরের সাধুডাঙা, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষ চার-পাঁচদিন ধরে ত্রাণ শিবিরেই দিন কাটাচ্ছেন। কারও ঘর নেই, কারও খাবার নেই। অথচ কোথাও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর নামগন্ধ নেই।

অবাক করার মতো ব্যাপার হলো, যিনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেন, নিজের খবর জানান—তিনি এই ভয়াবহ দুর্যোগে একটাও পোস্ট করলেন না।
লোকজন বলছে, “ভোটের সময় আসেন, বিপদের সময় উধাও!”

নেটমাধ্যমে একের পর এক কমেন্ট ঝড়ের মতো আসছে—

কেউ লিখছেন, “সাধুডাঙা ভেসে গেল, আপনি কী করলেন?”

কেউ বলছেন, “ভোটের সময় আশ্বাস, এখন উধাও!”

তৃণমূল নেতারা একহাত নিচ্ছেন বিজেপিকে, বলছেন, “এই দুর্যোগে আমাদের কর্মীরা মাঠে ছিল, আর ওদের সাংসদ কোথায়?”

এমন পরিস্থিতিতে যদি একজন জনপ্রতিনিধি পাশে না থাকেন, তাহলে মানুষ ভরসা রাখবে কার ওপর?

একের পর এক মানুষ এখন বলছেন, সাংসদের সঙ্গে সম্পর্ক শুধু ভোটের সময়ের, এরপর আর কিছু নয়।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds