নিজস্ব সংবাদদাতা – অবশেষে দীর্ঘ আলোচনার পর বাস্তবে রূপ পেল রাশিয়া-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার এক যুগান্তকারী উদ্যোগ। করাচিতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক ইস্পাত কারখানা, যা পাকিস্তানের অর্থনীতিতে এক নতুন গতি আনতে পারে।
শুক্রবার মস্কোতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে এই চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের সচিব সাইফ আঞ্জুম এবং রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এলএলসি-এর মহাপরিচালক ভাদিম ভেলিচকো। খবর ডন সংবাদপত্রের।
এই প্রকল্পটির মূল ফোকাস পাকিস্তান স্টিল মিলস (PSM)-এর পুনরুজ্জীবন। একসময় পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠা এই স্টিল মিল দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটে ভুগছিল। এবার সেই সংকট কাটাতে এগিয়ে এল রাশিয়া।
প্রকল্পের ব্যয় ২.৬ বিলিয়ন ডলার। এটি শুধুমাত্র অর্থনৈতিক বিনিয়োগ নয়, বরং পাকিস্তানের ইস্পাত শিল্পের এক রূপান্তরও। এই কারখানা চালু হলে দেশের ইস্পাত আমদানির উপর নির্ভরতা ৩০% পর্যন্ত কমবে এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পাকিস্তানের শিল্পায়ন প্রক্রিয়াকে এক নতুন দিশা দেবে এবং জিডিপিতে দীর্ঘমেয়াদে বিলিয়ন ডলারের বৃদ্ধিও সম্ভব। এটি শুধু রাশিয়া-পাকিস্তান সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করবে না, বরং গোটা অঞ্চলের অর্থনীতিতেই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার এই বিনিয়োগ শুধু একটি কারখানা নয়—এ যেন পাকিস্তানের জন্য একটি নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন