নিজস্ব সংবাদদাতা- রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ বিস্ফোরণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অনিবার্য সিদ্ধান্তে পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করলেন, আর তার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হল সেই ব্যক্তির গুলিবিদ্ধ নিথর দেহ—নিজের গাড়ির ভিতর। গোটা রাশিয়া নিঃশব্দে স্তব্ধ, আর আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা নড়েচড়ে বসেছেন এই রহস্যময় পরিণতির ব্যাখ্যা খুঁজতে।
স্টারোভয়েট ছিলেন একজন অভিজ্ঞ প্রশাসক—দীর্ঘ পাঁচ বছর ধরে কুর্স্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর মাত্র এক বছর আগে তিনি পরিবহন মন্ত্রীর আসনে বসেন। অথচ হঠাৎ এই রদবদল ও তারপর এমন মৃত্যু—স্রেফ কাকতালীয়? নাকি এর পেছনে আছে ক্ষমতার নির্মম খেলা?
সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার বড় বড় বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, বাতিল হয়েছিল শতাধিক ফ্লাইট। তবে এই ঘটনার জন্য স্টারোভয়েটকে দায়ী করা হয়েছে কি না, তা খোলাসা করেনি প্রশাসন। তার স্থানে নিয়োগ পেলেন নভগোরডের প্রাক্তন গভর্নর আন্দ্রে নিকিতিন।
এই ঘটনাকে অনেকেই দেখছেন ক্রেমলিনে এক নতুন ক্ষমতার পালাবদলের সংকেত হিসেবে। পুতিনের শাসন ব্যবস্থায় কে কখন অপ্রিয় হয়ে ওঠে, তা পূর্বাভাস দেওয়া কঠিন। আর সেই অপ্রিয়তার ফল কতটা মারাত্মক হতে পারে—স্টারোভয়েটের পরিণতি যেন তারই এক তীব্র নিদর্শন।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন