নিজস্ব সংবাদদাতা – যেখানে উদ্যাপন হওয়ার কথা ছিল, সেখানেই ঘটল ভয়াবহ ট্র্যাজেডি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ী আরসিবিকে সংবর্ধনা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন, আহত অন্তত ৩৩।
প্রায় ৮ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে স্টেডিয়ামের দরজায়, যেখানে ধারণক্ষমতা মাত্র ৩৫ হাজার। ছড়িয়ে পড়ে গুজব, বিনা টিকিটেও মিলবে প্রবেশাধিকার। এরপরই বাঁধ ভাঙা ভিড় ছুটে আসে গেটের দিকে, ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
বুধবারের এই ঘটনার পর কর্ণাটক হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে, এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।
শুক্রবার, কেএসসিএ হাইকোর্টের কাছে এফআইআরের নির্দেশ বাতিলের আবেদন জানায় এবং দ্রুত শুনানির অনুরোধ করে।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, এই ঘটনায় কোনোভাবেই দায় এড়ানো যাবে না। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি আরসিবির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ।
সরকার ইতিমধ্যে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানার অফিসার ও এসিপিকে সাসপেন্ড করা হয়েছে।
স্তব্ধ গোটা ক্রীড়া মহল। এক সংবর্ধনার দিন স্মরণীয় হয়ে থাকল শোকের প্রতীক হয়ে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন