Space Travel
নিজস্ব সংবাদদাতা – ভারতের গর্ব, তরুণ নভোচারী শুভাংশু শুক্লার মহাকাশে পা রাখার স্বপ্ন আপাতত বারবার থেমে যাচ্ছে বিলম্বের ঘনঘটায়। এক্সিওম-৪ বাণিজ্যিক মিশনের অংশ হিসেবে তাঁর মহাকাশযাত্রা ঠিক হয়েছিল ২৯ মে। কিন্তু সেই দিনটি পেরিয়ে এখন ১১ জুনও অতীত। বারবারের তারিখ পরিবর্তনে স্বপ্ন যেন ঝাপসা হয়ে আসছে।
এই অনিশ্চয়তার মধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক বিবৃতিতে জানিয়েছে— “নিরাপত্তা ও মিশনের সফলতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” ইসরো সভাপতি ভি নারায়ণনের কথায়, দেশের আশা-আকাঙ্ক্ষা জড়ানো এই যাত্রাকে কোনওভাবেই ঝুঁকিতে ফেলা হবে না।
উৎক্ষেপণের এই বিলম্বের নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান মডিউলে একটি ফুটো। এই সমস্যা খতিয়ে দেখতে গিয়ে নাসা ও এক্সিওম স্পেস একাধিকবার উৎক্ষেপণ পেছাতে বাধ্য হয়েছে।
শুভাংশুর মতো এক সাহসী তরুণ, যাঁর স্বপ্ন গোটা দেশকে গর্বিত করে তোলে, তিনি এখনও অপেক্ষায়। আর গোটা জাতি তাঁর পাশে। কারণ তাঁর মহাকাশে পা রাখাই শুধু ব্যক্তিগত নয়— সেটি ভারতবাসীর এক ঐতিহাসিক মুহূর্ত।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন