নিজস্ব সংবাদদাতা – ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করলেন শুভাংশু শুক্লা। দীর্ঘ ১৮ দিন মহাকাশে অবস্থান করার পর মঙ্গলবার দুপুরে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেন তিনি। এই পুরো অভিযানের দেখভাল করেছে নাসা, যা এই মিশনের আন্তর্জাতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।
একজন ভারতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশুর এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের জন্য এক বিশাল সম্মানের বিষয়। আন্তর্জাতিক মহাকাশ মিশনে অংশগ্রহণ ও সফল প্রত্যাবর্তন ভারতীয় মহাকাশ গবেষণার ভবিষ্যতের দিকনির্দেশক হতে পারে। এর মাধ্যমে ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতে ISRO–NASA যৌথ উদ্যোগেও আরও অংশগ্রহণ আশা করা যায়।
শুভাংশুর এই মিশন প্রমাণ করে দিয়েছে, ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি আজ আন্তর্জাতিক মানের সঙ্গে সমানতালে এগোচ্ছে। শুধু মহাকাশে যাওয়া নয়, নিরাপদে পৃথিবীতে ফিরে আসাটাও এক বিরাট সাফল্য। তার এই যাত্রা কেবল মহাকাশ অন্বেষণের নয়, বরং মানব জাতির অজানাকে জানার পথে এক সাহসী পদক্ষেপ।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন