নিজস্ব সংবাদদাতা – শহর যখন ঘুমিয়ে, তখন জেগে ছিল চক্রবদ্ধ একদল দুষ্কৃতী। শিলিগুড়ির জ্যোতিনগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএম থেকে বুধবার গভীর রাতে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা লুট করে তারা চম্পাট হয়েছে।
এটিএম-এর পাশে থাকা এক বাসিন্দা ঘরের ব্যালকনি থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি জানান, সাদা গাড়ি করে মুখ ঢাকা অবস্থায় চার-পাঁচজন যুবক এসে অত্যন্ত পরিকল্পিতভাবে এটিএমের ভেতরে ঢোকে। কেউ একজন ১০০ নম্বরে ফোন করলেও, পুলিশের সঙ্গে যোগাযোগ হয়নি।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুষ্কৃতীরা টাকা লুট করার পর এটিএমটিতে আগুন লাগিয়ে দেয়। সেই দৃশ্য ফোনে ধারণ করে পুলিশকে দিয়েছেন প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর স্থানীয়দের দাবি, এমন ঘটনা শুধু চম্পাসারির নয়, গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে বড় প্রশ্ন। কোথায় পুলিশের রাত্রিকালীন টহল? কোথায় ব্যাঙ্কের নিরাপত্তাকর্মী?
জ্যোতিনগরের এক প্রবীণ বাসিন্দা বলেন, “টাকা গেল, সেটা বড় কথা নয়। প্রশ্ন হচ্ছে, আমরা কি নিরাপদ?”
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন