SIP Investment
নিজস্ব সংবাদদাতা – মিউচুয়াল ফান্ডে এসআইপি এখন সাধারণ মানুষ ও মধ্যবিত্তদের কাছে এক আকর্ষণীয় বিনিয়োগ পদ্ধতি হয়ে উঠেছে। মাসে অল্প টাকা জমিয়ে ভবিষ্যতে বড় তহবিল গড়ার স্বপ্ন এখন অনেকেই দেখছেন এই মাধ্যমের সাহায্যে। এটি যেমন সাশ্রয়ী, তেমনই দীর্ঘ সময়ে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও তৈরি করে।
এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন এক পদ্ধতি যেখানে আপনি মাসে মাত্র কয়েক হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। ধৈর্য ধরে এই টাকা নিয়মিত বিনিয়োগ করলে ১০ বছরের মধ্যে তা বড় আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১২ শতাংশ বার্ষিক রিটার্নের হারে যদি কেউ প্রতি মাসে ৪৩,৫০০ টাকা করে ১০ বছর ধরে জমায়, তবে তার তহবিল ১ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারে।
তবে অনেকের পক্ষে এই পরিমাণ টাকা মাসে বিনিয়োগ করা সম্ভব নয়। তাই অনেকেই এখন ‘স্টেপ-আপ এসআইপি’ বেছে নিচ্ছেন, যেখানে মাসে তুলনামূলকভাবে কম টাকা দিয়ে শুরু করে প্রতি বছর সেই টাকা একটু করে বাড়ানো যায়। যেমন কেউ যদি ৩০ হাজার টাকা দিয়ে শুরু করে প্রতি বছর ১০ শতাংশ হারে বাড়ান, তাহলে ১০ বছরে তার তহবিলও ১ কোটির আশেপাশে পৌঁছাতে পারে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আজকের অনেক যুবক-যুবতী এই রকম পরিকল্পিত উপায়ে এসআইপি ব্যবহার করে ৪৫ বছর বয়সের মধ্যেই অবসর নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছেন। ‘স্টেপ-আপ এসআইপি’ কৌশল শুধু রিটার্ন বাড়ায় না, বরং বিনিয়োগকেও মানানসই করে তোলে আয়ের সাথে।
সরকারি ও বেসরকারি মিউচুয়াল ফান্ড হাউসগুলো এখন বার্ষিক ১২-১৪ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এক বড় সুযোগ। তাই সময় থাকতে সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করলেই এসআইপি হতে পারে কোটিপতি হওয়ার সহজ রাস্তা।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন