নিজস্ব সংবাদদাতা – সিতাইয়ের দক্ষিণ বালাপুকুরিতে বৃহস্পতিবার রাতে ঘটল ভয়াবহ এক ঘটনা। রাতের খাবারের টেবিলে বসেছিলেন রফিক মিঞা। বাড়ির পরিবেশ ছিল শান্ত। কিন্তু মুহূর্তের মধ্যেই সে শান্তি চূর্ণ-বিচূর্ণ করে দেয় এক নির্মম আক্রমণ।
অভিযোগ, হঠাৎ করেই বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। কোনও কিছু বলার সুযোগ না দিয়েই তারা রফিককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি গিয়ে লাগে তাঁর পায়ে। রক্তাক্ত রফিক মেঝেতে লুটিয়ে পড়েন। আততায়ীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।
স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁর চিকিৎসা চলছে সেখানে।
এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল আতঙ্ক। কেন একজন নিরপরাধ যুবককে এভাবে নিশানা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে। রফিকের পরিবার ও প্রতিবেশীরা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কে বা কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হামলা—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন