নিজস্ব সংবাদদাতা -গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু হাওয়া অফিস জানিয়েছে—দুর্যোগ পুরোপুরি কাটেনি। নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে অবস্থান করলেও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে বাংলার উপর দিয়ে।
শনিবার ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা শুকনো থাকবে, যদিও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণাসহ বেশ কয়েকটি জেলা শনিবার শুষ্ক থাকতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।
গত সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার প্রবল বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন শহরে রাস্তায় জল জমে যায়। যানজট ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
বুধবার রাতে নিম্নচাপ সরে যাওয়ার ফলে বৃহস্পতিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করে। শুক্রবার সকালেও রোদের দেখা মেলে। তবে কয়েকটি জেলায় বৃহস্পতিবার কমলা সতর্কতা ছিল এবং বজ্রঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়।
শনিবার আকাশ অনেকটাই পরিষ্কার থাকলেও হাওয়া অফিস সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন