নিজস্ব সংবাদদাতা- উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থান দক্ষিণবঙ্গের মানুষের জীবনে নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে—এই নিম্নচাপ শুধু বর্ষার স্বাভাবিক ছন্দ নয়, সঙ্গে এনেছে সম্ভাব্য দুর্যোগের ছায়া।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আগামী তিনদিন ধরে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে, যার মধ্যে কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা ভারী বর্ষণে শহরাঞ্চলে জলজট, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ট্রাফিক জ্যাম এবং গ্রামাঞ্চলে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। বিশেষত নিম্নাঞ্চল ও নদীর ধারের বসতিগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিম্নচাপ যদি আরও ঘনীভূত হয় এবং যদি ডিভিসি তরফে অতিরিক্ত জল ছাড়া হয়, তবে নদীর জলস্তর হঠাৎ বেড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ প্লাবিত হতে পারে। একাধিক নদী ইতিমধ্যেই সতর্ক স্তরের কাছাকাছি পৌঁছেছে।
উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্যও বিপদ ঘনিয়ে এসেছে। সমুদ্র এখন উত্তাল এবং সেখানে মাছ ধরতে যাওয়া প্রাণের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সরকারি তরফে জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। তাদের জীবিকা এখন কার্যত স্থবির।
এই অবস্থায় মানুষ চাইছে নির্ভরযোগ্য সতর্কতা, দ্রুত জলনিকাশির ব্যবস্থা এবং প্রয়োজনে ত্রাণ শিবির প্রস্তুত রাখার উদ্যোগ। কারণ, বর্ষা শুধু প্রকৃতির উপহার নয়—সঠিক প্রস্তুতি না থাকলে তা রূপ নিতে পারে প্রাকৃতিক দুর্যোগে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন