নিজস্ব সংবাদদাতা – আপনি যদি দক্ষিণবঙ্গে থাকেন, তাহলে ছাতা কিন্তু হাতের কাছেই রাখতে হবে! আবারও আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বুধবার থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে।
বৃহস্পতিবার ও শুক্রবার বেশি করে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের কিছু অংশে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ – রথের দিনও (২৯ জুন) বৃষ্টি অব্যাহত থাকবে!
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে – ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে। তাই আগামী দু’দিন সমুদ্র খুবই উত্তাল থাকবে। মৎস্যজীবীদের বলা হয়েছে যেন কেউ সমুদ্রে না যান।
উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর ও মালদা – এখানেও বজ্র-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন