নিজস্ব সংবাদদাতা – উল্টোরথের দিন থেকে বৃষ্টি যেন নামছে নিয়ম করে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘের দাপট, আর তার জেরে কখনও টিপটিপ, কখনও ঝমঝম বৃষ্টি। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল—এই রথযাত্রার সপ্তাহে বৃষ্টির সঙ্গে সহবাস চলবে। কথার সত্যতা মিলেছে শুক্রবারেই।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা এখন ঠিক কলকাতার উপর দিয়ে অবস্থান করছে। ফলে, বজ্রবিদ্যুৎ সহ টানা দু-তিনদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। এছাড়া দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ—সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বর্ষায় শুধু জলই নয়, সঙ্গে আসছে ঝোড়ো হাওয়া। প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বাতাস বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে, ছাতা সামলাতে গিয়েও বিপদ হতে পারে!
উত্তরবঙ্গের ছবিটাও খুব আলাদা নয়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় টানা সাতদিন ধরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনি-রবিবার তেমন প্রকোপ নেই, তবে সোমবার থেকে আবার জোরে নামবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে মিলতে পারে স্বস্তির হাওয়া।
তবে কলকাতা শহরের মানুষ জানে, বর্ষা মানেই প্রেম—কখনও মেঘে মন, কখনও কাদা-জলে ভোগান্তি। আর তাই এই বৃষ্টিতে যারা রথ দেখতে বেরোবেন, তাদের প্রস্তুতি থাকতেই হবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন