নিজস্ব সংবাদদাতা – শেষমেশ ধূসর মেঘ সরে দাঁড়াল। টানা বৃষ্টির পর রোদ উঠল দক্ষিণবঙ্গের আকাশে। ভিজে রাস্তা, ভেজা গন্ধ, আর তার মধ্যে সূর্যের উঁকি যেন স্বস্তির নিশ্বাস।
তবে এই স্বস্তি কতদিনের? হাওয়া অফিস বলছে, এখনই ছাতা সরানোর সময় নয়। শহরের আকাশ আংশিক মেঘলা, আর দিনের যে কোনও সময়ে নেমে আসতে পারে হালকা বৃষ্টি। কলকাতার পারদ এখন অনেকটাই নিচে – আর অস্বস্তিকর গরম নেই।
দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া আর মুর্শিদাবাদে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে হলুদ সর্তকতা জারি হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনো ঝড়ের ঝুঁকি নেই। তবে শান্ত আকাশের নিচে জমে উঠছে মেঘ। শনিবার থেকে ফের শুরু হতে চলেছে টানা ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার — সব জেলাতেই সতর্কতা।
রবিবারের পরে সোমবারও পরিস্থিতি উন্নত হবে না। বরং পাহাড়ি নদীগুলোর জলস্তর বাড়বে, ধস নামার আশঙ্কাও থাকছে। পর্যটক কিংবা স্থানীয়— সবার জন্যই সতর্ক থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন