বিশ্বধারা নিউজ ডেস্ক | ২০ মে, মঙ্গলবার
রাজ্যে ফের সক্রিয় বর্ষাকালীন পূর্বাভাস। সোমবার রাতের টুপটাপ বৃষ্টি যেমন স্বস্তি এনেছে, তেমনই আজ মঙ্গলবার থেকে আবারও নতুন করে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে এই সপ্তাহেও ঘরে বা অফিসে বেরোনোর আগে চোখ রাখুন আবহাওয়ার খবরে।
আজ মঙ্গলবার বৃষ্টি কোথায় কোথায়?
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতাও জারি রয়েছে।
আজ বিশেষভাবে বৃষ্টি হতে পারে—
- উত্তর ২৪ পরগনা
- পূর্ব বর্ধমান
- পশ্চিম বর্ধমান
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদিয়া
কোথাও কোথাও কালবৈশাখী পরিস্থিতিও তৈরি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি পর্যন্ত।
আগামীকাল বুধবার বৃষ্টি হবে যেসব জেলায়
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে এই জেলাগুলিতে:
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- পুরুলিয়া
এই দিনেও বইতে পারে ঝোড়ো হাওয়া, বজায় থাকবে হলুদ সতর্কতা।
তাপমাত্রা কিছুটা কমবে
বৃষ্টির জেরে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা নামতে শুরু করেছে। আজকের পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। স্বস্তি মিললেও আর্দ্রতা-জনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে।
উত্তরবঙ্গেও টানা বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে—
- দার্জিলিং
- কালিম্পং
- আলিপুরদুয়ার
- কোচবিহার
- জলপাইগুড়ি
- মালদহ
ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে পাহাড়ে যাতায়াত বা পর্যটনের পরিকল্পনা থাকলে বিশেষ সতর্ক থাকতে বলছে আবহাওয়া দপ্তর।

কেন এই বৃষ্টি?
- হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে।
- পাশাপাশি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও অসমে ঘূর্ণাবর্ত ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম সক্রিয় হওয়ায় বৃষ্টির মাত্রা বেড়েছে।
বিশেষ সতর্কতা:
রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চাষবাস বা খোলা জায়গায় কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বজ্রপাতের সময় গাছের নিচে বা জলাজমিতে না দাঁড়ানোই শ্রেয়।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন