কলকাতা:২০২২ সালে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়।
এই মামলায় দীর্ঘদিন ধরে ট্রায়াল শুরু করতে সমস্যায় পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কলকাতা হাই কোর্ট একাধিকবার রাজ্য সরকারকে তদন্তের অনুমোদন চেয়ে চিঠি দিলেও, কোনো জবাব দেয়নি রাজ্য। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায় সিবিআই।

আজ (বৃহস্পতিবার), বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংহের বেঞ্চে মামলাটি ওঠে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। অনুমোদন মিললেই শুরু হবে ট্রায়াল। আদালত মন্তব্য করে, “দেখি আমাদের নির্দেশ পালন করে কি না রাজ্য।”
এছাড়াও, আগামী ১৭ জুলাই পার্থ চট্টোপাধ্যায়-সহ সমস্ত অভিযুক্তদের জামিন আবেদনের শুনানি হবে। ইতিমধ্যেই পার্থের ক্ষেত্রে সিবিআই তদন্তের জন্য রাজ্যপালের অনুমোদন মিলেছে। অন্য অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যসচিব।
তবে মামলাটির একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে, যখন হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের মধ্যে মতানৈক্যের কারণে জামিন সংক্রান্ত আবেদন মুলতুবি থেকে যায় এবং বিষয়টি চলে যায় সুপ্রিম কোর্টে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন