
আম বিক্রি করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৯ শ্রমিকের, প্রশ্ন উঠছে শ্রমিক নিরাপত্তা নিয়ে
নিজস্ব সংবাদদাতা – সোমবারের সকালজুড়ে আন্নামায়া জেলার রেড্ডি চেরুভু কাট্টা গ্রাম ছিল স্তব্ধ। রাতেই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা—জীবিকার টানে বেরিয়ে পড়া শ্রমিকদের একাংশ আর বাড়ি ফিরবেন না। ট্রাক ভর্তি আমের বস্তার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন শ্রমিক, যাঁদের মধ্যে ছিলেন মহিলারাও। ২১ জন শ্রমিক একটি ফার্ম থেকে আম তুলে ট্রাকে করে রওনা দিয়েছিলেন…