
লাল মাটিতে পিছু হটে না আলকারাজ—সিনারের স্বপ্ন ভেঙে দিল স্পেনের তরুণ রাজপুত্র
নিজস্ব সংবাদদাতা- প্যারিসের গর্জন যেন থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। ৩২৯ মিনিটের লড়াই শেষে কার্লোস আলকারাজ যখন দুই হাত মাটিতে ছুঁয়ে উল্লাসে ভেসে উঠলেন, তখন বোঝা গেল—এটা শুধু জয় নয়, এটা ইতিহাস লেখা। ফরাসি ওপেনের ফাইনালে প্রথম দুই সেট হেরে যেন একপ্রকার বিদায় জানিয়ে ফেলেছিলেন অনেকে। জানিক সিনারের সার্ভ আর স্ট্রোকে মুগ্ধ হচ্ছিলেন সবাই। কিন্তু…