
যে রাস্তার বুকে ইঁটের পাঁচিল উঠে দাঁড়াল— ক্ষতিপূরণহীনতার বিরুদ্ধে প্রতিবাদের এক রূঢ় প্রতীক
নিজস্ব সংবাদদাতা – রাজপথের মাঝখানে যখন ইঁটের পাঁচিল গড়ে ওঠে, তখন তা শুধু প্রতিবন্ধক নয়—তা হয়ে ওঠে দীর্ঘ দিনের ক্ষোভ, উপেক্ষা, আর অবহেলার প্রতীক। হরিয়ানার কুরুক্ষেত্র-পিহোয়া স্টেট হাইওয়ের মাঝখানে এমনই এক দৃশ্য দেখা গেল মঙ্গলবার। কিছু মানুষ রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে গড়ে তুললেন একটি ইঁটের পাঁচিল। পুলিশের বাধা, প্রশাসনের অনুরোধ—কিছুতেই তাদের মন টলল না। এ…