
আষাঢ়ের রথযাত্রায় বৃষ্টির ছোঁয়া: দক্ষিণবঙ্গে সতর্কতা, উত্তরবঙ্গে সাতদিন টানা জলধারা
নিজস্ব সংবাদদাতা – উল্টোরথের দিন থেকে বৃষ্টি যেন নামছে নিয়ম করে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘের দাপট, আর তার জেরে কখনও টিপটিপ, কখনও ঝমঝম বৃষ্টি। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল—এই রথযাত্রার সপ্তাহে বৃষ্টির সঙ্গে সহবাস চলবে। কথার সত্যতা মিলেছে শুক্রবারেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এখন ঠিক কলকাতার উপর দিয়ে অবস্থান করছে। ফলে, বজ্রবিদ্যুৎ সহ টানা…