
বৃষ্টি থামার নাম নেই, ভিজছে বাংলা একটানা জলে
নিজস্ব সংবাদদাতা – বিরাম নেই, স্বস্তি নেই— আকাশ যেন কান্না থামাতে জানে না। টানা বৃষ্টিতে বাংলার চেনা চেহারাই পাল্টে গেছে। শহরের রাস্তাঘাট থেকে গ্রামের মেঠোপথ, সর্বত্র জল আর জল। বহুদিন ধরে রোদের দেখা নেই, মেঘ আর বৃষ্টি যেন আঁধার কুয়াশার মতো ঢেকে রেখেছে রাজ্যকে। বৃষ্টির মূলে রয়েছে নিম্নচাপ, যা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও…