
এনজিও নয়, ছদ্মবেশে গুপ্তচর: বাংলায় জাল বিস্তার আইএসআইয়ের
নিজস্ব সংবাদদাতা – স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর আড়ালে কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছড়িয়ে পড়ছে, তার ভয়ংকর দৃষ্টান্ত উঠে এল পূর্ব বর্ধমানে। মেমারি থেকে ধৃত দুই ব্যক্তি — মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা — ছিলেন না কোনো সমাজসেবক, বরং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সরাসরি এজেন্ট। তাদের প্রধান কাজ ছিল ভারতীয় সিমকার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালু করা…