
বিধানসভার লবিতে হঠাৎ লুটিয়ে পড়লেন তৃণমূল বিধায়ক, সহকর্মীদের তৎপরতায় বাঁচল প্রাণ
নিজস্ব সংবাদদাতা – একটি শান্ত সকাল হঠাৎই দুশ্চিন্তায় ভরে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভায়। নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন বলাগড়ের প্রবীণ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, আচমকাই বিধানসভার নির্জন লবিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কেবল পড়েই থেমে থাকেননি, সঙ্গে সঙ্গে সংজ্ঞাও হারান। চারপাশে তখন নিস্তব্ধতা, তবে ঘর থেকে শব্দ পেয়ে ছুটে আসেন সহকর্মীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আইএসএফ বিধায়ক…