
রোশ্মিতার নিথর দেহে নিঃশব্দ এক আর্তনাদ— কন্যাসন্তানদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে
নিজস্ব সংবাদদাতা – জীবনের স্বপ্ন আর প্রতিশ্রুতির সঙ্গে দিল্লিতে পা রেখেছিল এক তরুণী—রোশ্মিতা হোজাই। অসমের ডিমা হাসাও জেলার একান্ত এক ঘর থেকে উঠে আসা এই মেয়ে সরকারি চাকরির স্বপ্নে এসেছিল দেশের রাজধানীতে। কিন্তু সেই স্বপ্ন গিয়েছিল ভেঙে চুরমার হয়ে। পাঁচদিনের নিখোঁজ পর্বের পর পাওয়া গেল তাঁর নিথর দেহ। মাত্র ক’দিন আগেই পরীক্ষা দিয়ে দু’জন বন্ধুর…