
করাচিতে আসছে রাশিয়ার সহায়তায় বিলিয়ন ডলারের ইস্পাত কারখানা — পাকিস্তানের জন্য নবজাগরণের সূচনা?
নিজস্ব সংবাদদাতা – অবশেষে দীর্ঘ আলোচনার পর বাস্তবে রূপ পেল রাশিয়া-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার এক যুগান্তকারী উদ্যোগ। করাচিতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক ইস্পাত কারখানা, যা পাকিস্তানের অর্থনীতিতে এক নতুন গতি আনতে পারে। শুক্রবার মস্কোতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে এই চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের সচিব সাইফ আঞ্জুম এবং রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এলএলসি-এর মহাপরিচালক…