
মোটা মাইনের লোভে ফাঁদ, গুজরাটে নরক যন্ত্রণা—কালনার ছেলেরা হারিয়ে যাচ্ছে অন্ধকারে
নিজস্ব সংবাদদাতা- একটা ভিডিও। তাতে এক শিশুকে নির্মমভাবে পেটানো হচ্ছে। ব্যথায় কাঁপছে শরীর, চোখে ভয়। ভিডিওটা ভাইরাল হতেই খুলে গেল ভয়ানক এক বাস্তবের মুখ। গুজরাটের রাজকোটে যে ছেলেটি মার খাচ্ছে, সে কালনার উপলতি এলাকার এক নাবালক। আর যার মাধ্যমে সে সেখানে পৌঁছেছে, তাঁর নাম হাপান মোল্লা ওরফে আজিদ মোল্লা। এক পরিচিত নাম, তবে এখন এক…