
লিখুভিরে ধস, বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা – টানা বৃষ্টির জেরে পাহাড়ি ধস নামল আবারও! কালিম্পং-এর লিখুভিরে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক কার্যত বিপর্যস্ত। কোথাও কাদা, কোথাও বড় বড় পাথর পড়ে রয়েছে রাস্তার ওপর। এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যান চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে। তবে চিন্তার কিছু নেই – যন্ত্রপাতি এনে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। পুলিশও…