
অবহেলার ফল ভয়াবহ—ভাদোদরায় গম্ভীরা সেতু বিপর্যয়ে মৃত্যু ১৩, প্রশ্নের মুখে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা – চার দশকের পুরনো এক সেতুর অবহেলা কীভাবে ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হয়ে থাকল গুজরাটের গম্ভীরা সেতু বিপর্যয়। বুধবার সকালে হঠাৎ ভেঙে পড়ে মহিসাগর নদীর উপর নির্মিত এই গুরুত্বপূর্ণ সেতুটি, আর তাতেই চাপা পড়েন বহু সাধারণ মানুষ ও যানবাহন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা যতটা ছিল, বৃহস্পতিবার তার সঙ্গে আরও দু’টি…