
পুকুর আর নেই, ছেলেবেলার স্মৃতিও হারিয়ে যাচ্ছে কাদার নিচে
নিজস্ব সংবাদদাতা – এক সময় যেখানে গ্রামের ছেলেমেয়েরা হাঁসের পেছনে ছুটত, বড়রা জাল ফেলে মাছ ধরত, কিংবা বর্ষার দিনে রাস্তার জল গিয়ে মিশত পুকুরে—আজ সেখানে চলছে অবিরাম মাটি ফেলা। নবদ্বীপের কুটিরপাড়ার পুরনো সেই পুকুরটি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, অবৈধভাবে ভরাটের জেরে। এই পুকুর শুধুই জলাশয় ছিল না, ছিল গ্রামবাসীর জীবনের অংশ। এখন সেই পুকুরের পাড়ে…