
পুরুলিয়া ভাসছে, কিন্তু সাংসদ কই? ত্রাণ শিবিরে কান্না
নিজস্ব সংবাদদাতা – পুরুলিয়ার মানুষ ভেসে যাচ্ছে জলে—অর্থাৎ শহরের সাধুডাঙা, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষ চার-পাঁচদিন ধরে ত্রাণ শিবিরেই দিন কাটাচ্ছেন। কারও ঘর নেই, কারও খাবার নেই। অথচ কোথাও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর নামগন্ধ নেই। অবাক করার মতো ব্যাপার হলো, যিনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেন, নিজের খবর জানান—তিনি এই ভয়াবহ দুর্যোগে একটাও পোস্ট করলেন…