
ভালোবাসার পরিণতি মৃত্যু: সরিফুল হত্যাকাণ্ডে ত্রিপুরা স্তব্ধ
নিজস্ব সংবাদদাতা – ত্রিপুরার গণ্ডাছড়া বাজারে ফ্রিজারের ভিতর থেকে উদ্ধার হওয়া মৃতদেহ কেবল একটি অপরাধ নয়, বরং সমাজের এক অন্ধকার দিককে উন্মোচন করে দিল। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এতটা হিংসা, ষড়যন্ত্র এবং নির্মমতা— যা এক তরতাজা যুবকের জীবন কেড়ে নিল। সরিফুল ইসলাম ছিলেন একজন পরিশ্রমী তরুণ। প্রেমিকার নিমন্ত্রণে বাড়িতে গিয়ে তিনি যে আর ফিরবেন না,…