
মেঘের ডাকে ফের দুর্যোগের বার্তা, কেমন কাটবে বাংলার আগামী সপ্তাহ?
নিজস্ব সংবাদদাতা- আকাশে আবারও জমছে কালো মেঘ। থেমে থেমে রোদ উঠলেও প্রকৃতি যেন নতুন করে জানান দিচ্ছে—”এখনও শেষ নয় বর্ষা”। এবার আর নিম্নচাপ নয়, আবহাওয়ার আমূল বদলের কারণ একাধিক ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে। তার প্রভাবেই রবিবার থেকেই বৃষ্টির ঘনঘটা বাড়তে চলেছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির দাপট দেখা…