
অন্ধকার কেটে রামধনু ছুঁল দক্ষিণ আফ্রিকা—লর্ডসে মহাজয়
নিজস্ব সংবাদদাতা -অন্ধকার কাটিয়ে অবশেষে সূর্যোদয় হল রামধনুর দেশে। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিল দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে বহুদিনের অভিশাপ ঘুচিয়ে ‘চোকার্স’ তকমা মুছে ফেলে এক নতুন ইতিহাস রচনা করল প্রোটিয়ারা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট চ্যাম্পিয়নশিপ জয়ের পর দীর্ঘ ২৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ট্রফি খরা যেন এক যন্ত্রণার নাম হয়ে…