
একটি হারিয়ে যাওয়া কন্যা, একটি পুকুরের নীরবতা, আর সমাজের মুখোশ
নিজস্ব সংবাদদাতা – তিন দিন ধরে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির এক ফুটফুটে কন্যাশিশু। কেউ ভাবেনি, তার খোঁজ মিলবে একটি নির্জন পুকুরে—অর্ধনগ্ন, পচাগলা এক দেহে রূপান্তরিত হয়ে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছিন্নভিন্ন হয়েছে গোটা এলাকা। মেয়েটি শুক্রবার সকালে স্কুলে গিয়েছিল, আর ফেরেনি। পরিবার এক মুহূর্ত থেমে থাকেনি খুঁজতে। পরদিন…