
ধুলো, দূষণ আর দখলের আড়ালে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে দশটি গ্রাম
নিজস্ব সংবাদদাতা- গড় শালবনীর আকাশে এক সময় ভেসে বেড়াত শালপল্লির শীতল সুবাস, আর এখন? চারদিকে শুধুই ধুলো আর দূষিত জলের স্রোত। জিতুশোল সহ আশেপাশের মোট দশটি গ্রামে দিনের পর দিন জমিতে ডাস্ট ফেলে, দূষিত জল ছেড়ে একের পর এক জমি দখল করে নিচ্ছে কিছু অবৈধ কারখানা। কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে, পশু-পাখির বাসস্থানও…