
আগুনের শলাকা, আর এক হতভাগ্য শাবকের কান্না—হাড়িভাঙ্গায় ফের অমানবিকতা
নিজস্ব সংবাদদাতা – রাতের অন্ধকারে হাড়িভাঙ্গার বনভূমি তখন নিঃশব্দ। কেবল শোনা যাচ্ছিল পায়ের শব্দ—বড়, ভারী পায়ের শব্দ। এক হস্তিনী তার ছোট শাবককে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার পেছনে ছিল আরও কুড়ি-একটি হাতির দল। কিন্তু হঠাৎই সেই নিরবতা ভেঙে উঠল উন্মত্ত চিৎকারে—“তাড়াও! ছুঁড়ো!”—আর সঙ্গে সঙ্গে আকাশচিরে উড়ে এল আগুনের গোলা। হাতির শরীরে ঝলসে পড়ল আগুন।…