
ছাইয়ের স্রোতে ভেসে যাচ্ছে স্বপ্ন, কৃষকহীনতার পথে ফরাক্কার গ্রামগুলি
নিজস্ব সংবাদদাতা- জমির বুকে ছড়িয়ে পড়েছে বিষ। প্রতিদিন ছাই মিশ্রিত কালচে জল ঢুকে পড়ছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শত শত বিঘা চাষের জমিতে। ফলনে ভরপুর মাঠগুলো এখন পরিণত হয়েছে বিষাক্ত জলাধারে। পাট গাছ শুকিয়ে যাচ্ছে, ধানের চারা পচে যাচ্ছে, আর কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন যে ছাই নির্গত হচ্ছে,…