
সাহেব বাঁধের ইতিহাস থেকে জলস্বপ্নের প্রতিশ্রুতি—পুরুলিয়ার তৃষ্ণা কি আদৌ মিটবে?
পুরুলিয়া নিজস্ব সংবাদদাতা – পুরুলিয়ার জলের ইতিহাস ১৮৩৮ সালেই শুরু, যখন কর্নেল টিকল সাহেব বাঁধ খননের উদ্যোগ নেন। কিন্তু প্রায় দুই শতক পেরিয়েও জেলাবাসীর তৃষ্ণা আজও মেটেনি। প্রশাসনের পরিকল্পনা বদলেছে, রাজনৈতিক ব্যানার পাল্টেছে, কিন্তু পানীয় জলের সংকট এক ঐতিহ্য হয়ে রয়ে গেছে এই জনপদে। রাজ্য সরকার বারবার দাবি করেছে, গ্রামীণ জলের সমস্যা মেটাতে সোলার পাম্প,…