
ডাকঘর আর শুধু চিঠির নয়, আজ সঞ্চয়ের সুরক্ষিত আশ্রয়
নিজস্ব সংবাদদাতা – একটা সময় ছিল, যখন ডাকঘরের মূল কাজ ছিল চিঠি পৌঁছে দেওয়া। মানুষ অপেক্ষা করত প্রিয়জনের চিঠির জন্য, আর ডাকবাক্সের শব্দে বুক কাঁপত উত্তেজনায়। কিন্তু সময় বদলেছে, আর সেই বদলের সঙ্গে বদলে গিয়েছে ডাকঘরের কার্যপরিধিও। আধুনিক যুগে ডাকঘর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি রূপ নিয়েছে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা হিসেবে।…