
ছ’মাসের ভয়, এক শিশুর নিঃশব্দ যন্ত্রণা—ভাঙল নীরবতা, ন্যায় চাই
নিজস্ব সংবাদদাতা – বয়স মাত্র নয়। দিদার হাত ধরে বাজার করতে গিয়েছিল সে। হঠাৎ একটা মুখ দেখে আঁতকে ওঠে। চিৎকার, কান্না, অস্থির আচরণ—বেশি কিছু না বলেই সে জানান দেয় ভেতরের ক্ষত। বাড়ি ফিরে পরিবারের চাপে মুখ খোলে শিশুটি। জানায়—ছ’মাস আগে প্রতিবেশী এক ‘জ্যেঠু’ তাকে যৌন নিগ্রহ করেছিল। তুলে রেখেছিল অশ্লীল ছবি। হুমকি দিয়েছিল—”কারও কাছে বললে,…