
আষাঢ়ের শেষ সুরে বর্ষার তাণ্ডব, বৃষ্টিস্নাত বাংলা
নিজস্ব সংবাদদাতা-আষাঢ় সজলঘন আঁধারে ভেজা সকাল… এবছরের মতো আষাঢ় বিদায় নিতে চলেছে, কিন্তু যাওয়ার আগে রেখে যাচ্ছে তার চিরচেনা রূপ—অবিরাম বৃষ্টি আর প্রকৃতির রুদ্র রূপ। মঙ্গলবার সকাল হতেই আকাশ ঢেকে গিয়েছে ভারী মেঘে। দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়ে উত্তরের পথে এগিয়ে চলেছে ঝমঝমিয়ে বৃষ্টি। শহরের অনেক জায়গায় হাঁটুসমান জল জমে, যেন শহর ডুবে গিয়েছে আষাঢ়ের…