
গ্রীষ্মের দহন শেষে ফের আকাশে বৃষ্টির গন্ধ, বাংলার আকাশে সাতদিনের দুর্যোগের ছায়া
নিজস্ব সংবাদদাতা – গরমের কামড়ে হাঁসফাঁস অবস্থা ছিল গোটা বাংলায়। কিন্তু সেই দহন পেরিয়ে এবার ফের বৃষ্টির বার্তা শোনাচ্ছে আকাশ। স্বস্তির বারিধারা হয়তো ভিজিয়ে দেবে শুকনো মাটি, আবার হয়তো দুর্যোগের আশঙ্কাও মাথাচাড়া দেবে—দুই বিপরীত সম্ভাবনাই এবার হাত ধরাধরি করে এগোচ্ছে বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী সাতদিন ধরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে।…