
“আঘাত করলে প্রত্যাঘাত হবেই”: রাজপথে বৃষ্টিভেজা প্রতিবাদের ধ্বনি
নিজস্ব সংবাদদাতা – আকাশ ছিল মেঘলা। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছিল শহর। আর তারই মাঝে বৃষ্টিভেজা রাজপথে এক প্রতিবাদের মিছিল— নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং— রাজপথ জুড়ে ছিল মানুষের ঢল। কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ স্লোগানে গলা মেলাচ্ছেন। বাঙালির ভাষা, পরিচয়, আর অস্তিত্ব যখন প্রশ্নের মুখে, তখন শহরের বুক থেকে জোর গলায় আওয়াজ তুললেন…