
“বাঁচতে হলে লাফ দাও!”—পেঞ্চের জঙ্গলে চিতাবাঘ বনাম বাঘের থ্রিলার
নিজস্ব সংবাদদাতা – পেঞ্চের গভীর সবুজে ঝিকিয়ে উঠছিল সকালবেলার আলো। পর্যটকদের জিপ সবে ঢুকেছে টাইগার রিজার্ভে। তখনই এক মুহূর্ত যেন আটকে গেল—বাঘ এসেছে! কিন্তু চমক এখানেই নয়। সেই বাঘকে দেখে একটি চিতাবাঘ দৌড়ে গাছে উঠে গেল। আশপাশ নিঃশব্দ, ক্যামেরা অন, শ্বাস আটকে আছে সকলের। বাঘ দাঁড়িয়ে আছে নিচে—চোখ তুলে চেয়ে আছে চিতার দিকে। একদম সিংহাসনের…