
গোবরডাঙায় ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার তিন দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা -আগেভাগেই রেকি করে, নিজস্ব ‘রুট ম্যাপ’ বানিয়ে শনিবার রাতে খাটুরা বাজার এলাকায় ডাকাতির ছক কষেছিল এক গ্যাং। তবে শেষমেশ পুলিশের তৎপরতায় বানচাল হয়ে যায় পুরো পরিকল্পনা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী—সঞ্জয় দাস, দীপক সাহা এবং সাগর মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সঞ্জয় দাস এই চক্রের মূল চক্রী, যিনি বারাসাতের কাজিপাড়া এলাকার…