
তলোয়ারবাজিতে খেলো ইন্ডিয়া অ্যাথলিট নির্বাচিত কেশর ও রবি, বিহারের ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়
নিজস্ব সংবাদদাতা- বিহারের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল হয়ে উঠল নতুন দুটি তারকা। তলোয়ারবাজি খেলায় অসাধারণ কৃতিত্বের জন্য খেলো ইন্ডিয়া অ্যাথলিট হিসাবে নির্বাচিত হয়েছেন বিহারের দুই তরুণ প্রতিভা—কেশর রাজ ও রবি কুমার যাদব। এই গর্বের খবর নিশ্চিত করেছেন বিহার রাজ্য ক্রীড়া কর্তৃপক্ষের মহাপরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রবীন্দ্রন শংকরন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে প্রতিভা…